ঢাকা | বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল সংঘাত; মোদি-নেতানিয়াহুর ফোনালাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের সংঘাতে মোদি-নেতানিয়াহুর ফোনালাপ: ইসরায়েলের হামলায় ইরানে ক্ষয়ক্ষতি, ৪০+ আহত

নয়াদিল্লি/তেল আবিব, শনিবার (১৪ জুন): ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ফোনালাপ এমন এক সময়ে হলো যখন গতকাল রাতে তেল আবিবে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জনের বেশি ইসরায়েলি নাগরিক আহত এবং একজনের প্রাণহানি হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি ভারতের পাশাপাশি জার্মান চ্যান্সেলর এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেছেন। এছাড়া শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার কথা বলার কথা রয়েছে।


মোদির উদ্বেগ ও শান্তির আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' হ্যান্ডেলে (সাবেক টুইটারে) এক পোস্টে নরেন্দ্র মোদি জানিয়েছেন, নেতানিয়াহু তাকে ফোন করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। মোদি তার পোস্টে লিখেছেন, "এই ইস্যুতে আমি আমার উদ্বেগের কথা জানিয়েছি এবং দ্রুত পশ্চিম এশিয়াতে (মধ্যপ্রাচ্য) শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।"

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগের কথা জানিয়েছিল। তখন দুই দেশকেই উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছিল।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স