মধ্যপ্রাচ্যের সংঘাতে মোদি-নেতানিয়াহুর ফোনালাপ: ইসরায়েলের হামলায় ইরানে ক্ষয়ক্ষতি, ৪০+ আহত
নয়াদিল্লি/তেল আবিব, শনিবার (১৪ জুন): ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি ভারতের পাশাপাশি জার্মান চ্যান্সেলর এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেছেন।
মোদির উদ্বেগ ও শান্তির আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' হ্যান্ডেলে (সাবেক টুইটারে) এক পোস্টে নরেন্দ্র মোদি জানিয়েছেন, নেতানিয়াহু তাকে ফোন করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।
এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগের কথা জানিয়েছিল।