ইসরায়েলে ইরানের নতুন হামলা: তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণ, সতর্কতা জারি
তেল আবিব/জেরুজালেম, শনিবার (১৪ জুন): গতকাল রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান আবারও নতুন করে হামলা চালিয়েছে। আজ শনিবার সকালে তেল আবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার কথা বলেছে। ইসরায়েলের উত্তরেও সাইরেন বাজছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে রকেটগুলো ইরান থেকেই আসছে।
পরমাণু আলোচনা ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ইরানের বক্তব্য
এদিকে, পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনাকে 'অর্থহীন' বলে আখ্যা দিয়েছে ইরান। ইরানে হামলার জন্য তারা ওয়াশিংটনের সমর্থনকে দায়ী করছে। এই হামলাগুলোর জন্য যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে দায়ী করে ইরান নিজেদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে।