ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবীরা: কমলাপুর ও সদরঘাটে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
ঢাকা, শনিবার (১৪ জুন): ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি আজ শেষ হচ্ছে। আগামীকাল রোববার (১৫ জুন) থেকে সারাদেশে পুরোদমে খুলছে অফিস-আদালত। তাই অনেকটাই তাড়াহুড়ো করে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন।
শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। যাত্রীরা জানিয়েছেন, এবার সরকারি ছুটি বেশি থাকায় তারা স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন এবং স্বজনদের সাথে ভালো সময় কাটাতে পেরেছেন।
একই চিত্র দেখা গেছে সদরঘাটেও। দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে থাকে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ না করলেও, অতিরিক্ত যাত্রীর চাপে তাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।
তবে, সরকারের স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরার নির্দেশনা থাকলেও অধিকাংশ যাত্রীকেই মাস্ক ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষায় তেমন কোনো কার্যকর তদারকি চোখে পড়েনি।
এদিকে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ, যা দেখাচ্ছে যে ঈদ উপলক্ষে এখনো ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে।
Abdur Rabby
