ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস: তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা

ঢাকা, শনিবার (১৪ জুন): চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসআজ শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গতকাল শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীরা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। গত ৯ জুন তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন।


লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক ও সম্মাননা গ্রহণ

সফরকালে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে তুলে দেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড

তার এই সফরে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে জানানো হয় যে, এটি ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনের সময় নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় এর ওপর গোটা দেশের মানুষের বিশেষ নজর ছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স