পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন: ১৬ জন আটক, যার মধ্যে ৪ ভারতীয় নাগরিক
পঞ্চগড়, শনিবার (১৪ জুন): পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিকসহ মোট ১৬ জনকে 'পুশইন' করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রি পাড়া এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের কাছে এবং ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বিস্তারিত আটক ও পুশইন প্রক্রিয়া
বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা প্রথমে ১১ জনকে পুশইন করে। এদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। এই ১১ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হবে। ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
অন্যদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার ৪৩২-এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিত গছ ক্যাম্পের সদস্যরা আরও ৫ জন বাংলাদেশিকে পুশইন করে। এদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ৮০০ গজ ভেতরের দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে বিজিবি আটক করেছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তেঁতুলিয়া উপজেলায় আটক এই ৫ জনের বাড়ি যশোর জেলায়। তাদের মধ্যে একজন নারী গর্ভবতী হওয়ায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।