ঢাকা | বঙ্গাব্দ

২ ইসরায়েলি ফাইটার জেটসহ বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংসের দাবি ইরানের: নারী পাইলট আটকের খবর; অস্বীকার আইডিএফের

তেহরান, শনিবার (১৪ জুন): ইসরায়েলের দুটি এফ-৩৫ ফাইটার জেট এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির শিরাজ ও ইসফাহান শহর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমান বাহিনী এই সাফল্য অর্জন করেছে।

ইরানের দাবি অনুযায়ী, এই হামলায় ইসরায়েলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং বেশ কিছু সংখ্যক ড্রোন ধ্বংস হয়ে গেছে। তারা আরও দাবি করেছে যে, হামলায় ভূপাতিত হওয়া দুটি ফাইটার জেটের মধ্যে একটির নারী পাইলটকে ইরানের সেনাবাহিনী আটক করেছে। তবে, অপর পাইলটের অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

তেহরান জানিয়েছে, তেল আবিবের (ইসরায়েলের) হামলার পাল্টা জবাবে তারা এই আক্রমণ চালিয়েছে। তবে, ইরানের সেনাদের হামলায় ফাইটার জেট ধ্বংসের দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স