ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৭ জনের করোনা শনাক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

দেশে ২৪ ঘণ্টায় নতুন ৭ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা, শনিবার (১৪ জুন): গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এই সময়ে ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়, যার শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৪ শতাংশ। তবে স্বস্তির খবর হলো, এই ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে শনিবার (১৪ জুন) পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে ৫ জন সুস্থ হয়েছেন। দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৯ হাজার ৫০২ জন মারা গেছেন। সবশেষ, গতকাল শুক্রবার (১৩ জুন) করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স