ঈদ ছুটি শেষ: আজ থেকে খুলছে অফিস-আদালত-ব্যাংক, ঢাকায় ফিরছেন কর্মজীবীরা
ঢাকা, রোববার (১৫ জুন): ঈদুল আজহার টানা দশ দিনের দীর্ঘ ছুটি আজ শেষ হচ্ছে। কর্মজীবীদের জন্য আগামীকাল রোববার (১৫ জুন) থেকে পুরোদমে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চলবে।
ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ ও ভোগান্তি
ঈদের লম্বা ছুটি কাটিয়ে শেষ মুহূর্তেও ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। আজ রোববার ভোর থেকেই রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলোতে ভিড় দেখা যায়। ঢাকায় ফেরা যাত্রীরা জানান, ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি পোহাতে হলেও, দীর্ঘ এই ছুটিতে তারা স্বজনদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন।
তবে, সদরঘাটে নেমে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে গিয়ে কিছুটা বিপাকে পড়ছেন যাত্রীরা। সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা, যা তাদের ঈদ পরবর্তী ভ্রমণকে আরও কঠিন করে তুলেছে।
টানা ১০ দিনের সরকারি ছুটি
উল্লেখ্য, গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়েছিল। এর আগে, গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। এছাড়াও, ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত হয়েছিল। এর ফলে, সরকারি চাকরিজীবীরা এবার ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি উপভোগ করতে পেরেছেন।