ইসরায়েলে 'ধ্বংসাত্মক' হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা
তেহরান/জেরুজালেম, রোববার (১৫ জুন): ইসরায়েলের ওপর 'ধ্বংসাত্মক' হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ রোববার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি উল্লেখ করেছে, কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের 'ভারী এবং ধ্বংসাত্মক' প্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে।
ইসরায়েলের সতর্কতা ও অতীতের হামলার পুনরাবৃত্তি
অন্যদিকে, ইসরায়েল আগেও ধারণা করেছিল যে শনিবার দিবাগত রাতে ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি বাহিনীর ধারণা, গত শুক্রবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরান যেভাবে দফায় দফায় হামলা চালিয়েছিল, ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে।
প্রেক্ষাপট: পাল্টাপাল্টি আক্রমণ
উল্লেখ্য, এর আগে গত দুই দিনে ইসরায়েল ইরানের ৪০টিরও বেশি সামরিক স্থাপনায় ৭০টি বিমান হামলা চালিয়েছে। এতে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ওই হামলার প্রতিশোধস্বরূপ ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। আজকের এই সম্ভাব্য হামলা অতীতের আক্রমণেরই ধারাবাহিকতা।