মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
লন্ডন, রোববার (১৫ জুন): মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে যুক্তরাজ্য এই অঞ্চলে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল শনিবার (১৪ জুন) কানাডায় গ্রুপ অব সেভেন (জি৭) সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে আজ রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
'আঞ্চলিক জরুরি সহায়তা'র প্রস্তুতি
কিয়ার স্টারমার বলেন, যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামগুলো ‘আঞ্চলিক জরুরি সহায়তা’ প্রদানের জন্য মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানান, গত শুক্রবার সকালে ওই অঞ্চলের পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ার পরই ব্রিটিশ বাহিনী প্রস্তুতি নিতে শুরু করে। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী বিমান ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং আরও যুদ্ধবিমান পাঠানো হবে।
সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপ
এদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্যের ‘গুরুতর উদ্বেগজনক পরিস্থি