ঢাকা | বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে ১০, আহত দুই শতাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি: হাইফায় ব্যাপক ক্ষতি, নিহত ১০ ও আহত দুই শতাধিক; নেতানিয়াহুর কঠোর হুঁশিয়ারি

তেল আবিব, শনিবার (১৪ জুন): ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে তেহরান গতকাল রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাতভর চালানো এই হামলায় ইসরায়েলি ভূখণ্ড কেঁপে উঠেছে। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানতেই ইসরায়েলিদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।


হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হামলার লক্ষ্য

রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফা শহরে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার পূর্বে তামরা শহরের একটি জ্বালানিকেন্দ্রে আগুন ধরে যায়। মূলত, এদিন রাতে ইসরায়েলের বিভিন্ন জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের দাবি, তাদের হামলায় হাইফার একটি জ্বালানি কেন্দ্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এর পাশের আবাসিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে অন্তত ৩ ইসরায়েলির প্রাণহানি ঘটে।

ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা ইরান আগেই দিয়ে রেখেছিল। কিন্তু তারপরও ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একের পর এক আক্রমণ ঠেকাতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়।


প্রেক্ষাপট: ইসরায়েলের পূর্ববর্তী হামলা ও নেতানিয়াহুর পাল্টা হুমকি

এর আগে, ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল। বন্দর আব্বাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় শাহরান তেল মজুদ কেন্দ্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যা থেকেই রাজধানী তেহরানে জ্বালানি সরবরাহ করা হয়। এর পাশাপাশি ইরানের প্রতিরক্ষা দফতরও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল।

এদিকে, এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি। আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন ও স্থাপনা আমরা ধ্বংস করব।" তিনি আরও বলেন, "ইরানের পরিকল্পনা ২০ হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করা, সেই সাথে পারমাণবিক অস্ত্রও। কিন্তু আমরা সেটি হতে দেবো না।"


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স