মধ্যপ্রাচ্যের সংঘাতে সৌদি-ইরান ফোনালাপ: ইসরায়েলি হামলার নিন্দা জানালেন সৌদি যুবরাজ
তেহরান/রিয়াদ, রোববার (১৫ জুন): ইসরায়েল কর্তৃক ইরানের ওপর হামলার জেরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ। খবর আরব নিউজের।
ইসরায়েলি হামলার নিন্দা ও সংলাপের আহ্বান
রোববার (১৫ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর হওয়া ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে। একইসাথে এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন।
তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক সমাধানের পথকে বাধাগ্রস্ত করেছে। ফোনালাপে সৌদি যুবরাজ বিরোধ সমাধানে শক্তি প্রয়োগ বন্ধ করার এবং মতপার্থক্য সমাধানের ভিত্তি হিসেবে সংলাপের ওপর জোর দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করার চেষ্টা করেছেন। তবে তিনি অভিযোগ করেন, "ইহুদিবাদী সরকার (ইসরায়েল) আমরা যেখানে কিছু অর্জন করতে চেয়েছিলাম, প্রতিটি ক্ষেত্রে ব্যাঘাত ও নাশকতা সৃষ্টি করেছে।"
উল্লেখ্য, ইরান ও সৌদি আরব ২০২৩ সালে কূটনৈতিক সম্পর্ক নতুন করে চালু করার ঘোষণা দিয়েছিল। ওই সময় থেকেই দীর্ঘদিনের শীতলতা কাটিয়ে দেশ দুটির সম্পর্কে উষ্ণতা আসতে শুরু করে।