আজ আষাঢ়ের প্রথম দিন: বাংলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষাবরণ উৎসব
ঢাকা, রোববার (১৫ জুন): আজ আষাঢ়ের প্রথম দিন। বাংলা পঞ্জিকা অনুযায়ী বর্ষা ঋতুর আগমন উপলক্ষে আজ রোববার (১৫ জুন) সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষাবরণ উৎসব। সুর ও সঙ্গীতের মূর্ছনায় প্রকৃতি-বন্দনার মধ্য দিয়ে শুরু হয় এই আনন্দ আয়োজন।
বর্ষা কথন, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় বর্ষাকে। আয়োজকরা জানান, প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতি বছরই এমন 'বর্ষা উৎসবের' আয়োজন করা হয়।
শ্রমজীবী মানুষের আখ্যান ও কৃষিভিত্তিক সমাজে বর্ষার গুরুত্ব
আয়োজক সংগঠন উদীচী জানিয়েছে, তাদের বর্ষা উৎসবের প্রধান লক্ষ্য হলো দেশের শ্রমজীবী মানুষের সুখ-দুঃখের আখ্যান তুলে ধরা। বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে বর্ষা ঋতু বিশেষ গুরুত্ব বহন করে। বর্ষার আগমন কৃষকদের জীবনে যেমন আশা নিয়ে আসে, তেমনি এর অতিরিক্ত দাপট দুর্ভোগেরও কারণ হয়। এই উৎসবে বর্ষা ঋতুর প্রাকৃতিক ভাব ও আবেগকে সাংস্কৃতিক প্রকাশের মাধ্যমে তুলে ধরা হয়।