ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোণায় ভারতীয় জুস জব্দ, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

নেত্রকোণায় বিপুল পরিমাণ ভারতীয় জুসসহ ২ জন আটক

নেত্রকোণা, শনিবার (১৪ জুন): নেত্রকোণার আটপাড়া উপজেলায় একটি পিকআপভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জুসসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের মনসুরপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন।

পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটারবাড়ী ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং একই জেলার নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ও পিকআপ চালক চন্দন মিয়া (৩০)


বিস্তারিত: জুসের চালান ও আটকের কারণ

জানা গেছে, আটকৃতরা জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ২১৫ কেস (৬৪৫০ পিস) ভারতীয় জুস একটি পিকআপে করে বারহাট্টা-আটপাড়া হয়ে নান্দাইলের দিকে যাচ্ছিলেন। জব্দ করা এই জুসের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা

প্রত্যক্ষদর্শী খন্দকার ইমন জানান, গাড়িটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা গাড়িটিকে থামিয়ে দেখতে পান, পিকআপটি ভারতীয় পণ্য বোঝাই রয়েছে।

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী এ বিষয়ে বলেন, "স্থানীয়দের সহযোগিতায় ভারতীয় পণ্যসহ ওই দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স