ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: নিখোঁজ ৩৫, নিহতের সংখ্যা বেড়ে ১২; আহত দুই শতাধিক
জেরুজালেম, রোববার (১৫ জুন): ইসরায়েলে ইরানের রাতভর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এখনও অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ জুন) রাত থেকে শুরু হওয়া এই হামলায় ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাইফা শহরের বেত ইয়াম এলাকার একটি আবাসিক ভবনে তেহরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনটি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েন। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, তেল আবিবে ইরানের হামলায় আরও একজন ইসরায়েলি নিহত হয়েছেন। এর ফলে গত দুই দিনে হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, ইসরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'-এর জবাবে গত দু'দিন ধরেই ইরান দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।