ঢাকা | বঙ্গাব্দ

অভয়নগরে প্রবাস ফেরত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

যশোরে প্রবাস ফেরত যুবককে গলা কেটে হত্যা: মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার, ২ জন আটক

যশোর, ১৫ জুন: যশোরের অভয়নগর উপজেলার নাউলীতে প্রবাস ফেরত এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাসান শেখ (৩০) নামের ওই যুবকের গলাকাটা মরদেহ আজ সকালে গ্রামের একটি মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।


আট বছরের প্রবাস জীবন শেষে নির্মম পরিণতি

পুলিশ জানিয়েছে, নিহত হাসান শেখ দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে মাত্র আড়াই মাস আগে দেশে ফিরেছিলেন। দুই মাস আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হত্যাকাণ্ডের দিনও প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। ভোরে স্থানীয়রা গ্রামের একটি মাছের ঘেরে হাসানের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


পূর্ব শত্রুতা বা পরকীয়ার জেরে হত্যাকাণ্ড: পুলিশ হেফাজতে ২ সন্দেহভাজন

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স