ঢাকা | বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

১০ দিনের ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু: ফিরেছে প্রাণচাঞ্চল্য

পঞ্চগড়, রোববার (১৫ জুন): ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার (১৫ জুন) সকাল থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে ঈদের এই দীর্ঘ ছুটিতেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।


স্বাভাবিক হয়েছে বাণিজ্য কার্যক্রম

স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন জানান, কোরবানির ঈদ উপলক্ষে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আজ রোববার থেকে আবারও স্বাভাবিক নিয়মে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই ওই ১০ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে চারটি দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় পুরোদমে শুরু হয়েছে।

অন্যদিকে, স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবীর নিশ্চিত করেছেন, বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপারে কোনো সমস্যা হয়নি। ঈদের ছুটিতেও তাদের যাতায়াত স্বাভাবিক ছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স