ঢাকা | বঙ্গাব্দ

ইরানের পাল্টা হামলায় আটকে গেলো নেতানিয়াহুর ছেলের বিয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত

জেরুজালেম, ১৫ জুন: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত হয়ে গেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি বাধ্য হয়েছেন নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান বাতিল করতে।

আগামীকাল সোমবার (১৬ জুন) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল নেতানিয়াহুর ছেলে এভনের নেতানিয়াহুর কিন্তু এর আগেই ইরানের সাথে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুদ্ধাবস্থা তৈরি হয়। এমন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়েই ছেলের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নেতানিয়াহু।

তেল আবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকি সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স