ইসরায়েলি হামলায় নিহত সেনা ও বিজ্ঞানীদের স্মরণে তেহরানে বিশাল গণসমাবেশ: পাল্টা জবাবের হুঁশিয়ারি
তেহরান, শনিবার (১৪ জুন): ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের স্মরণে গতকাল শনিবার (১৪ জুন) রাজধানী তেহরানে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে হাজার হাজার মানুষ তেহরানের রাজপথে নেমে আসে।
জাতীয় পতাকা হাতে এবং কাঁধে জড়িয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। একইসাথে তারা নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ও পরমাণু আলোচনায় নতুন দাবি
সমাবেশে অংশ নেওয়া অনেকেই ইসরায়েলি হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। তারা এই আকস্মিক আক্রমণের পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে। বিক্ষোভকারীরা দাবি করে, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এবং তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা জানায়।
সমাবেশ থেকে ইরানের ধ্বংস চায় এমন কোনো দেশের সঙ্গে পরমাণু আলোচনায় না যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।