ইসরায়েলি হামলার পর ইরানে ইন্টারনেট বিচ্ছিন্ন: ইলন মাস্কের স্টারলিংক চালু করার ঘোষণা
তেহরান, ১৫ জুন: ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে ইরান সরকার নাগরিকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রেক্ষাপটে মার্কিন ধনকুবের ইলন মাস্ক দেশটিতে তাঁর স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন।
গতকাল শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টা ৪ মিনিটে ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন। তিনি পোস্টে লিখেছেন, "দ্য বিমস আর অন" – অর্থাৎ স্টারলিংকের সিগনাল এখন চালু রয়েছে।
ইরানের ইন্টারনেট বিভ্রাট ও তথ্যের উৎস থেকে বিচ্ছিন্নতা
এর আগে গত শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, বর্তমান পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেটে 'অস্থায়ী সীমাবদ্ধতা' আরোপ করা হয়েছে। এর ফলে তেহরান ও জেরুজালেমের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা বাইরের সংবাদমাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদসহ সব ধরনের তথ্যের উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এই পরিস্থিতিতে স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করলেন ইলন মাস্ক।