ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু

ঝিনাইদহ, রোববার (১৫ জুন): ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের চাপায় বন্যা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কানাপুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা খাতুন পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী।


ঘটনাস্থলেই প্রাণহানি, ট্রাক আটকের চেষ্টা চলছে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বন্যা খাতুন অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, ট্রাকের চাপায় একজন নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকারী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স