সাতক্ষীরায় সাবেক নারী এমপির বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, ছেলে আটক
সাতক্ষীরা, রোববার (১৫ জুন): সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী।
রুমন আটক, পালানোর চেষ্টায় আহত
অভিযান চলাকালে ওই বাড়ি থেকে রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
উল্লেখ্য, সাবেক এই নারী সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।