ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাবেক নারী এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

সাতক্ষীরায় সাবেক নারী এমপির বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, ছেলে আটক

সাতক্ষীরা, রোববার (১৫ জুন): সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর এলাকায় এই অভিযান চালানো হয়।


রুমন আটক, পালানোর চেষ্টায় আহত

অভিযান চলাকালে ওই বাড়ি থেকে রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে। অভিযানের শুরুতে রুমন বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে পায়ে আঘাত পান।

সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে রুমনদের বাসা থেকে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক এই নারী সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। আটককৃত তার ছোট ছেলে, মাদকাসক্ত রুমন, একাই এই বাড়িতে বসবাস করছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স