ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে ডাকাতি মামলার মূল আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:

জয়পুরহাটে চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি 'চিকন আলী' গ্রেফতার

জয়পুরহাট, রোববার (১৫ জুন): জয়পুরহাটের কালাই উপজেলার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে, গত বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


১১ লাখ টাকার বেশি মালামাল লুট, টয়লেটের ছাদ ভেঙে প্রবেশ

জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে এক সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা টয়লেটের ছাদ ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি বিদেশি গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরদিন কালাই থানায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযুক্তদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মূল অভিযুক্ত মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স