ইরানে মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ জন আটক: বিস্ফোরক তৈরির সময় গ্রেপ্তার
তেহরান, ১৫ জুন: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে ইরানের গোয়েন্দা বিভাগ। আলজাজিরার বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির আলবোর্জ প্রদেশ থেকে ওই দুজনকে আটক করা হয়।
জানা গেছে, আটকের মুহূর্তে ওই দুই ব্যক্তি বিস্ফোরক তৈরি করছিল। তাদের কাছ থেকে বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ৫ জনকে গ্রেফতার করেছিল ইরানি কর্তৃপক্ষ। তাদের ইয়াজদ শহর থেকে আটক করা হয়েছিল।