যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ: অর্থ পাচারের দাবির সত্যতা মিলেছে, জানালেন গভর্নর
ঢাকা, রোববার (১৫ জুন): যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পত্তি জব্দের ঘটনা অর্থ পাচারের দাবির যথার্থতা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে আজ রোববার (১৫ জুন) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ
গভর্নর জানান, পাচারকৃত অর্থ উদ্ধারের বিষয়ে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে সরকার। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের নির্দেশনা পেলেই বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করতে পারবে।
সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বেক্সিমকো গোষ্ঠীর শায়ান ও শাহরিয়ার রহমানের ৯ কোটি পাউন্ড এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে।
গভর্নরের লন্ডন সফর ও এনসিএ পরিদর্শন
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত ১০ থেকে ১৩ জুন লন্ডন সফর করেন। তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলের সদস্য হিসেবে এই সফরে গেলেও, এ সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলাদাভাবে বেশ কয়েকটি বৈঠক করেন। গত ১১ জুন গভর্নর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের অ্যাসেট রিকভারি টাস্কফোর্স (এআরটিএফ) এবং আইএসআইসি (ISISC)-এর মধ্যে চলমান সহযোগিতার প্রশংসা করেন।