ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমীসহ ৩ সেনা কর্মকর্তা নিহত
তেহরান, ১৫ জুন: ইসরায়েলের নির্বিচার আক্রমণে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড সংস্থা (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমীসহ আরও দুই শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার ইসরায়েলের টানা গোলাবর্ষণে মোহাম্মদ কাজেমীর পাশাপাশি তার সহকারী দুই জেনারেল হাসান মোহাঘেগ এবং মোহসেন বাঘেরিও প্রাণ হারিয়েছেন।
আইআরজিসির পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই তিন সেনা কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে টানা চতুর্থ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে।