ঢাকা | বঙ্গাব্দ

দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি ইরানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

'অধিকৃত অঞ্চল ছাড়ো, নয়তো কঠিন পরিণতি ভোগ করতে হবে': ইসরায়েলকে ইরানের চরম হুঁশিয়ারি

তেহরান, ১৫ জুন: নিজেদের অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। নয়তো এর জন্য 'কঠিন পরিণতি ভোগ করতে হবে' বলেও হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। গতকাল রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন হাইব্রিড হামলা শুরুর পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ এই হুঁশিয়ারি দেন।

পৃথক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।


ইসরায়েলিদের প্রতি সরাসরি বার্তা: 'ভবিষ্যতে বসবাসের যোগ্য থাকবে না'

ইসরায়েলকে উদ্দেশ করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ বলেছেন, "আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ: অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও। কারণ, ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না!"

ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে তিনি আরও বলেন, "ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সামরিক ও নিরাপত্তা স্থান, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং ইসরায়েলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের বাসস্থানসহ এ ধরনের লক্ষ্যবস্তুর একটি বিশাল ভাণ্ডার তাদের নজরে রয়েছে। অতএব, আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসকগোষ্ঠী আপনাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, সেই সুযোগ দেবেন না।"

ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, "মাটির নিচে আশ্রয় নিলেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না। সতর্কবার্তায় 'মনোযোগ' না দিলে ইসরায়েলিদের 'ভাগ্য আরও কঠিন' হবে।"


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স