ইসরায়েলের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান: রয়টার্স
তেহরান, রোববার (১৫ জুন): ইসরায়েলের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। ইসরায়েলি হামলা চলতে থাকলে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। খবর রয়টার্সের।
মধ্যস্থতাকারীদের ইরান: 'আক্রমণ চলাকালে আলোচনা নয়'
আজ রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে নিশ্চিত করেছে যে, ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।
রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, "ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে।"
এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের এই দাবি সম্পূর্ণ মিথ্যা।