ঢাকা | বঙ্গাব্দ

চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চালক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

হবিগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ: চালক আটক, হেলপার পলাতক

হবিগঞ্জ, রোববার (১৫ জুন): ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে।


ঘটনার বিবরণ: গন্তব্য ফেলে সিলেটে, এরপর নতুন বাসে বিপত্তি

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ঈদ শেষে রাজধানী থেকে বাসে করে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ঘুমিয়ে পড়লে তিনি তার গন্তব্যে না নেমে সিলেট পর্যন্ত চলে যান। সেখান থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে ওঠেন।

বাসটি শেরপুর এলাকা পার হওয়ার পর অন্যান্য যাত্রীরা নেমে গেলে, কিশোরীকে একা পেয়ে বাসের হেলপার লিটন মিয়াচালক সাব্বির পালাক্রমে তাকে নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।


চিৎকার শুনে স্থানীয়দের তৎপরতা ও উদ্ধার অভিযান

কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। খবর পেয়ে ছালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। তবে, ঘটনার মূল অভিযুক্ত চালক সাব্বিরকে আটক করা সম্ভব হলেও, হেলপার লিটন মিয়া কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পলাতক হেলপারকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স