আখাউড়া সীমান্তে ঘাস খেতে গিয়ে ভারতের হাতে ১০টি গরু আটক, পরে ফেরত দিল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়া, রোববার (১৫ জুন): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ঘাস খেতে খেতে ভারতের অংশে ঢুকে পড়ার 'অপরাধে' ১০টি গরু আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর সীমান্তের এ ঘটনা ঘটে।
সীমান্ত পেরিয়ে ভারতের জমিতে গরু
বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তঘেঁষা কালিকাপুর গ্রামের বাসিন্দারা বাংলাদেশ অংশে তাদের গরু-ছাগল চরিয়ে থাকেন। আজ সকালে স্থানীয় কৃষকরা মাঠে গরু নিয়ে গেলে, ঘাস খেতে খেতে কয়েকটি গরু মাঠে থাকা সীমান্ত পিলার অতিক্রম করে ভারত অংশের জমিতে চলে যায়। এ সময় সীমান্ত টহলরত বিএসএফ জওয়ানরা গরুগুলোকে আটক করে।
বিজিবি'র হস্তক্ষেপে গরুর দ্রুত ফেরত
পরে বেলা সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হস্তক্ষেপে গরুগুলো ফেরত আনা হয়। বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া ক্যাম্প কমান্ডার মো. নূরুল আমীন জানান, "মাঠে গরু ঘাস খেতে খেতে সীমান্ত পিলার পার হওয়ায় বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বুঝিয়ে বলার পর বিএসএফ গরুগুলো ফেরত দেয়।"
উল্লেখ্য, সম্প্রতি বিএসএফের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি ছিল যে, মাঠে চরানো গবাদি পশু যেন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অংশে না যায়। এ নিয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় কৃষকদের সতর্কও করা হয়েছিল।