ফিফা ক্লাব বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের গোলবন্যা: অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে উড়িয়ে দিল জার্মান জায়ান্টরা
সিনসিনাটি, ১৫ জুন: ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অকল্যান্ড সিটি এফসিকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এই দাপুটে জয়ে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক পূরণ করেছেন তরুণ তারকা জামাল মুসিয়ালা।
আজ রোববার (১৫ জুন) সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল।
বায়ার্নের অপ্রতিরোধ্য আক্রমণ, অসহায় অকল্যান্ড সিটি
ম্যাচ শুরুর পর থেকেই বায়ার্নের একচেটিয়া আক্রমণে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত সময় কাটায় অকল্যান্ড সিটি এফসি। খেলার শুরু থেকে তাদের ফুটবলাররা নিজেদের বক্সের আশেপাশে অবস্থান নিলেও বায়ার্নের ঝড়ো আক্রমণকে থামাতে পারেননি। অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের এই দলটি শেষ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। প্রথমার্ধেই ৬-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে মুসিয়ালার হ্যাটট্রিক ও আরও গোলের উৎসব
দ্বিতীয়ার্ধেও বায়ার্ন তাদের আক্রমণাত্মক ধারা অব্যাহত রাখে। ম্যাচের ৬১তম মিনিটে হ্যারি কেইনের বদলি হিসেবে মাঠে নামেন জামাল মুসিয়ালা। মাঠে নেমেই তিনি তার জাদু দেখাতে শুরু করেন। ৬৭ ও ৭৩ মিনিটে গোল আদায় করে নেন মুসিয়ালা। আর ৮৪ মিনিটে পূরণ করেন নিজের হ্যাটট্রিক।
অকল্যান্ড সিটিকে বড় ব্যবধানে হারানোর এই দিনে কোমান, মুলার এবং ওলিস প্রত্যেকে জোড়া গোল করেন। এছাড়া একবার বল জালে পাঠান সাশা বোয়ে।
উল্লেখ্য, আগামী ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় বায়ার্ন মিউনিখ তাদের পরবর্তী ম্যাচে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের মোকাবিলা করবে।