ঢাকা | বঙ্গাব্দ

আজ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে শুনানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

ঢাকা, সোমবার (১৬ জুন): মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানির দিন ধার্য রয়েছে।


অভিযোগ গঠনের বিষয়ে শুনানি, কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আজকের শুনানিতে শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।

এর আগে গত পহেলা জুন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন। ওই দিনই কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।


প্রসিকিউশনের অভিযোগ: ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪০০ হত্যা

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। প্রসিকিউশন আরও দাবি করেছে যে, তার নির্দেশ, উসকানি এবং প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত করেছে। শেখ হাসিনার নির্দেশেই আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলেও প্রসিকিউশন জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স