টুর্নামেন্ট অভিষেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিল পিএসজি, ৪-০ গোলের বিশাল জয়
ক্যালিফোর্নিয়া, রোববার (১৫ জুন): বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) নিজেদের অভিষেক ম্যাচেই স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে। গতকাল রোববার (১৫ জুন) ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল।
পিএসজির একপেশে আধিপত্য
গ্রুপ বি-এর এই খেলায় ইউরোপের দুটি বড় ক্লাব মাঠে নামলেও লড়াইটি ছিল পুরোপুরি একপেশে। চ্যাম্পিয়নস লিগ জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পিএসজি তাদের প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে।
বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। খাভিচা কাভারৎসখেলিয়ার ব্যাকপাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও খাভিচার অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রেঞ্চ জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত, ল্যাঙ্গলেটকে লাল কার্ড
দ্বিতীয়ার্ধেও পিএসজি তাদের আক্রমণাত্মক ধারা অব্যাহত রাখে। ম্যাচের ৭৮তম মিনিটে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো হোঁচট খেয়ে বসে মাদ্রিদের ক্লাবটি। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ডিফেন্ডার ক্লেমেন্ট ল্যাঙ্গলেটকে।
ম্যাচের শেষদিকে ৮৭তম মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আরও একটি গোল আদায় করে নেয় লুইস এনরিকের শিষ্যরা। ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
উল্লেখ্য, আগামী শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পিএসজি।