কক্সবাজারের রামুতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
কক্সবাজার, ১৬ জুন: কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত ঘটনা ও নিহতদের পরিচয়
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি উল্টে ধানক্ষেতে পড়ে যায়।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন:
- সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ।
- অপর নিহত হলেন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস এবং কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষেই এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।