ঢাকা | বঙ্গাব্দ

হাইফা বিদ্যুৎকেন্দ্রে ইরানি মিসাইলের আঘাত, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের নতুন হামলায় ইসরায়েলের হাইফায় ক্ষয়ক্ষতি, হতাহতের খবর; পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বিগ্ন ইইউ

জেরুজালেম/তেহরান, ১৬ জুন: ইরানের নতুন হামলায় আজ সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় দুজন আহত হয়েছেন এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম কানের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।


হাইফায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী একটি বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। তারা ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিহত করার ভিডিও ফুটেজও পর্যবেক্ষণ করেছে। উল্লেখ্য, এর আগে হাইফায় দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছিল।


ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ইইউ'র উদ্বেগ, কূটনৈতিক সমাধানের জোর

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন স্পষ্টভাবে বলেছেন যে, "প্রশ্নাতীতভাবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।" ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এবং এ বিষয়ে তারা উভয়েই একমত হয়েছেন।

নেতানিয়াহুকে উরসুলা ভন ডার লিয়েন আরও বলেছেন, ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবচেয়ে ভালো পন্থা। তবে এই ফোনালাপে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাননি


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স