ঢাকা | বঙ্গাব্দ

‘করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

কোভিড পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, সরকারের প্রস্তুতি রয়েছে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ঢাকা, সোমবার (১৬ জুন): বাংলাদেশে কোভিড পরিস্থিতি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেছেন, করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আজ সোমবার (১৬ জুন) রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


কোভিড মোকাবিলায় বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত, ডেঙ্গু নিয়ন্ত্রণেও নজর

ডা. সায়েদুর রহমান জানান, ইতোমধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তবে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও, তিনি উল্লেখ করেন যে বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবিলায় সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স