ইরানে মোসাদের গুপ্তচর 'ইসমাইল ফিকরি'র মৃত্যুদণ্ড কার্যকর
তেহরান, ১৬ জুন: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচর হিসেবে অভিযুক্ত ইসমাইল ফিকরি-র মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
গোপন তথ্য সরবরাহের অভিযোগে ফাঁসি
আলজাজিরা ইরানের বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর বরাত দিয়ে জানিয়েছে যে, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা এই গোপন এজেন্টকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তা কার্যকর করা হয়েছে।
মিজান অনলাইন আরও জানিয়েছে, সন্দেহভাজন ইসমাইল ফিকরিকে ইরানের 'শত্রুদের' কাছে গোপন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করার জন্য ফাঁসি দেওয়া হয়েছে। জানা যায়, ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ইরানের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
মিজান অনলাইন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য 'একটি বড় গোয়েন্দা আঘাত'।