ঢাকা | বঙ্গাব্দ

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারের প্রতি আহ্বান সালাহউদ্দিন আহমদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

লন্ডন বৈঠক সফল: জনগণের নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে, জানালেন আমীর খসরু

ঢাকা, সোমবার (১৬ জুন): লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (১৬ জুন) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


রোজার আগে নির্বাচনের প্রত্যাশা পূরণ

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বৈঠক সফল হয়েছে। জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটা পূরণ হয়েছে।"

তিনি আরও বলেন, "ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময়। বিচার চলমান প্রক্রিয়া। সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। সেটা হতে এক থেকে দেড় মাসের বেশি লাগবে না।"


গণতান্ত্রিক পথে বিএনপি, ফিরে আসবে ভোটাধিকার

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জোর দিয়ে বলেন, "বিএনপি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। মানুষ ২০ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণরা ভোট দিতে পারেনি।"

আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অচিরেই দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে


লন্ডন বৈঠকে ইসিকে অবহিত করার আহ্বান সালাহউদ্দিন আহমদের

ঢাকা, সোমবার (১৬ জুন): সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ড. মুহাম্মদ ইউনূসতারেক রহমানের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তার মতে, এর ফলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মানুষকে ভোট নিয়ে আশ্বস্ত করতে পারবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, "বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এবং সেভাবেই পরিচালিত হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী অন্যদেশের কোনো নাগরিক উপদেষ্টা হতে পারেন না।" তিনি এও জানান যে, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তি (immunity) নিয়ে কোনো আলোচনা হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘণ্টাব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে যে, যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে আগামী বছর রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স