এইচএসসি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর মডেল নির্ধারণ করে দিল শিক্ষা বোর্ড
ঢাকা, ১৬ জুন: আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তা নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
আজ সোমবার (১৬ জুন) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত ক্যালকুলেটরের তালিকা
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন সেগুলো হলো:
- এফএক্স-১০০এমএস (FX-100MS)
- এফএক্স-৯৯১ইএস (FX-991ES)
- এফএক্স-৫৭০এমএস (FX-570MS)
- এফএক্স-৮২এমএস (FX-82MS)
- এফএক্স-৯৯১ইএক্স (FX-991EX)
- এফএক্স-৯৯১এমএস (FX-991MS)
এছাড়াও, শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তিতে এই বিষয়টি 'অতীব জরুরি' বলেও উল্লেখ করা হয়।