ঢাকা | বঙ্গাব্দ

বিগত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত, আহত ১১৮২; বেড়েছে ২২ শতাংশ দুর্ঘটনা **ঢাকা, সোমবার (১৬ জুন):** এবারের ঈদুল আজহার ছুটিতে দেশজুড়ে **৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত** হয়েছেন এবং **১ হাজার ১৮২ জন আহত** হয়েছেন। বিগত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা **২২ শতাংশ বৃদ্ধি** পেয়েছে, আর আহতের সংখ্যা বেড়েছে **৫৫ শতাংশ**। আজ সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন **যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী**। --- ### রেল ও নৌপথেও হতাহতের ঘটনা মোজাম্মেল হক চৌধুরী জানান, সড়ক পথের পাশাপাশি রেলপথেও ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। অন্যদিকে, নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সব মিলিয়ে মোট **৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত** এবং **১১৯৪ জন আহত** হয়েছেন। --- ### মোটরসাইকেল দুর্ঘটনায় শীর্ষে, ব্যবস্থাপনায় ঘাটতি দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, এবার **মোটরসাইকেল দুর্ঘটনা শীর্ষে** রয়েছে। মোট ১৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ১৪৮ জন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, দেশের যাত্রাপথের ব্যবস্থাপনায় চরম ঘাটতি রয়েছে। একইসঙ্গে, দুর্ঘটনা এড়াতে ঈদের যাতায়াত নিয়ে **দীর্ঘমেয়াদি পরিকল্পনা** প্রয়োজন বলেও জানায় যাত্রী কল্যাণ সমিতি। বক্তারা আরও বলেন, সড়ক নিরাপত্তায় ২০১৮ সালের আইন প্রয়োগ করা হলেও এর কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স