ইসরায়েলের তেল আবিবে মার্কিন দূতাবাস ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত
তেল আবিব, ১৬ জুন: ইসরায়েলের তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ সোমবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের সামান্য ক্ষতি, মার্কিন কর্মী অক্ষত; ইসরায়েলে প্রাণহানি বাড়ছে
রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে ‘ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে’ ভবনের ‘সামান্য ক্ষতি’ হয়েছে। তবে মার্কিন কর্মীদের কোনো আঘাত লাগেনি। একই সাথে, তিনি জানিয়েছেন যে জেরুজালেম ও তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেট আজ বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ইরানের ভূখণ্ডে একযোগে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এতে ইরানের পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ হতাহত হন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা অন্তত ১২৮ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন প্রায় ৯০০ জন।
অপরদিকে, ইসরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'-এর জবাবে গত দু'দিন ধরে তেহরানও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এখন পর্যন্ত তেল আবিবে ইরানের হামলায় নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।