ঢাকা | বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই: পেজেশকিয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

তেহরান, সোমবার (১৬ জুন): ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সোমবার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন, যা জানিয়েছে রয়টার্স।


'শত শত নতুন বীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে'

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার ভাষণে বলেন, "একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর তৈরি হয়ে দাঁড়ায়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অপরাধ আর বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করবে।"


শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে

তিনি জোর দিয়ে বলেন, "আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের এমন কোনো উদ্দেশ্যই নেই।" তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এটাও স্পষ্ট করে জানান যে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে।

তিনি বলেন, "শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব— জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে। কারণ, পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার।"



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স