ঢাকা | বঙ্গাব্দ

আরও ২ টেলিকমকর্মী অপহরণ, সেবাদানকারী প্রতিষ্ঠানের উদ্বেগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে টেলিকমকর্মী অপহরণে উদ্বেগ: সরকারি হস্তক্ষেপ চাইল সার্বস কমিউনিকেশন

ঢাকা, ১৬ জুন: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে টেলিকম কর্মীদের অপহরণ ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সার্বস কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি এই বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সার্বস কমিউনিকেশন মূলত পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোবাইল টাওয়ারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান ইডটকো বিডি-এর হয়ে কাজ করে।

আজ সোমবার (১৬ জুন) সার্বস কমিউনিকেশন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ ঘটনা ও পূর্বের অপহরণের বিবরণ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্নফুলী বাজার এলাকা থেকে মোহম্মদ সুমন ইসলাম এবং আব্দুর রহিম নামে দুইজন রবি টাওয়ারে কর্মরত অবস্থায় নিখোঁজ হন। এ ঘটনায় ৬ জুন একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। তবে ১০ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ এই কর্মীদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগেও, গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইডটকোর আওতাধীন রবি মোবাইল টাওয়ার থেকে মো: ইসমাইল মিয়া এবং আব্রে মারমা নামে আরও দুই কর্মীকে অপহরণ করা হয়েছিল।


নিরাপত্তা ঝুঁকি ও সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

সার্বস কমিউনিকেশন জানিয়েছে, এসব ঘটনায় মোবাইল নেটওয়ার্ক সেবার সাথে জড়িত কয়েক হাজার কর্মী ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপহৃত এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা কঠিন সময় পার করছেন।

প্রতিষ্ঠানটি আশঙ্কা প্রকাশ করেছে যে, এ ধরনের ঘটনার সুরাহা না হলে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে মোবাইল নেটওয়ার্ক সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে সার্বস কমিউনিকেশন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স