ঢাকা | বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যেসব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু: গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অগ্নিপরীক্ষা

গলে, ১৬ জুন: টেস্ট ক্রিকেটের 'স্বর্গ' খ্যাত গলের সবুজ গালিচায় আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু করছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৫-২০২৭)। ক্রিকেটের অভিজাত এই সংস্করণে এটি চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্বের লড়াই।


টাইগারদের অতীত রেকর্ড ও নতুন আশার আলো

২৫ বছর পেরিয়েও টেস্টে বাংলাদেশের অর্জনের খাতা প্রায় শূন্য। ২০১৯-২১ সালের প্রথম চক্রে লাল-সবুজের দল একটিও ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় চক্রে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় ছাড়া বলার মতো কিছু ছিল না। তবে প্রথম দুটি চক্রে টেবিলের তলানিতে থেকে শেষ করলেও, সর্বশেষ তৃতীয় চক্রে ১২টি টেস্টে চারটি জয় নিয়ে শান্ত-লিটন-মিরাজরা আশার আলো দেখিয়েছেন। এবার টাইগারদের সামনে লাল বলে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।


বাংলাদেশের ব্যস্ত সূচি: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর

এবারের চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ মোট ১২টি টেস্ট খেলবে। গল ও কলম্বো টেস্টের পর টাইগারদের বাকি টেস্টগুলো ২০২৬ ও ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। এই দুই বছরে শান্তর দল মোট পাঁচটি সিরিজ খেলবে, প্রতিটি সিরিজেই থাকবে দুটি করে টেস্ট।

২০২৬ সালে বাংলাদেশের প্রথম সিরিজ মার্চে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। এরপর আগস্টে দল যাবে অস্ট্রেলিয়ায়। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ, যেখানে সাকিব-মুশফিক-তামিমদেরও টেস্ট খেলার সৌভাগ্য হয়নি।

একই বছর অক্টোবরে বাংলাদেশ ঘরের মাঠে তাদের দ্বিতীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের মাসেই টাইগাররা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে

বাংলাদেশের শেষ সিরিজটি দেশের মাটিতেই, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড খেলতে আসবে। ৯ বছর পর এটিই হবে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।


অনুপ্রেরণার পরিসংখ্যান ও চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক

বাংলাদেশের জন্য অনুপ্রেরণার খবর হলো, ২০২৫-২৭ চক্রে বাংলাদেশ যে ছয় দলের বিপক্ষে খেলবে, তার চারটির বিপক্ষেই সর্বশেষ সিরিজে তারা হারেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করেছে এবং পাকিস্তানকে করেছে ধবলধোলাই

এবারের চক্রে সবচেয়ে বেশি ২২ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, দ্বিতীয় সর্বোচ্চ ২১ ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২০২১ সালে সাউদাম্পটন এবং ২০২৩ সালে ওভালের পর এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছে লর্ডসে। যুক্তরাজ্যের টেলিগ্রাফের খবর অনুযায়ী, ভারত আগ্রহী হলেও প্রথম তিন আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরও আয়োজন করবে ইংল্যান্ড


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স