ঢাকা | বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের কোটি টাকার গাড়িসহ ২ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কোটি টাকার গাড়ি আটক, চালকসহ দুজন পুলিশ হেফাজতে

লালমনিরহাট, ১৬ জুন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ সোমবার (১৬ জুন) ভোররাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ।


স্থানীয় জনতার ধাওয়া, পুলিশি হেফাজতে চালক ও সহযোগী

পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি সাবেক এমপির ছেলের জন্য ঈদের খাবার নিয়ে ঢাকার বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে বের করা হয়েছিল।

এ বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি জব্দ করে। একইসঙ্গে, গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কালীগঞ্জ থানার এসআই সাইফুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স