ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের, তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণের ঘোষণাও
তেল আবিব, ১৬ জুন: ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র বা মিসাইল লঞ্চারের এক-তৃতীয়াংশ ধ্বংস করে দিয়েছে। তাদের দাবি অনুসারে, গত চার দিনের হামলায় ইসরায়েল ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে। এই খবর জানিয়েছে বিবিসি।
গত রাতেই ২০টির বেশি লঞ্চার ধ্বংসের দাবি
আজ সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, "আমরা ইরান সরকারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত যন্ত্রের এক-তৃতীয়াংশই ধ্বংস করে দিয়েছি। শুধু গত রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা না হলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান।"
এছাড়াও, তিনি দাবি করেন যে ইসরায়েল তেহরানের আকাশসীমায় নিজেদের 'পূর্ণ নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠা করেছে।
ইস্পাহানে ১০০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা, ৫০ যুদ্ধবিমান অংশ নেয়
এফি ডিফ্রিন আরও জানিয়েছেন, ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের গুদাম, লঞ্চার এবং কেন্দ্রগুলো লক্ষ্য করে প্রায় ৫০টি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়।