ঢাকা | বঙ্গাব্দ

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু: সংবিধান সংস্কার ও জুলাই সনদ প্রস্তুতিতে গুরুত্ব

ঢাকা, ১৭ জুন: অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো চূড়ান্ত করতে এবং 'জুলাই সনদ' প্রস্তুত করার লক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ জুন) থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে।

ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ আলোচনা আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে।


আলোচ্যসূচিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচারপতির নিয়োগ প্রক্রিয়া

প্রথম দিনের আলোচনার মূল সূচিতে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, আইনসভায় নারী প্রতিনিধিত্বের বিষয়টি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৭, ১৮ ও ১৯ জুন—এই তিন দিনব্যাপী আলোচনা করবে। ১৮ ও ১৯ জুনের আলোচ্যসূচি পরে জানানো হবে। এই আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-নিউজ সরাসরি সম্প্রচার করবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স