ইরান-ইসরায়েল যুদ্ধ তীব্র: দুই দেশের রাজধানীতে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে হতাহত
তেহরান/তেল আবিব, ১৬ জুন: ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উভয় পক্ষ একে অপরের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
ইসরায়েলের দাবি: ক্ষেপণাস্ত্র প্রতিহত, তেলাবিবে বিস্ফোরণের শব্দ
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
অন্যদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইসরায়েলি বাহিনী ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছিল। পাশাপাশি, তেল আবিব দাবি করেছে, ইরানের হামলায় তাদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইরানের রাজধানীতে ৪৫ জনের মৃত্যু, হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা
অপরদিকে, ইরানের রাজধানীজুড়ে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি'তে ব্যাপক হামলা চালায়। এছাড়াও, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার থেকে চলমান এই সংঘাতে এ পর্যন্ত ২৪ ইসরায়েলির প্রাণহানি হয়েছে। অন্যদিকে, তেল আবিবের হামলায় ইরানে আড়াইশ'রও বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।