মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা
ওয়াশিংটন ডি.সি., ১৬ জুন: যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই পদক্ষেপের কথা জানান।
হেগসেথ বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও সক্ষমতা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান যে, মার্কিন সেনাদের সুরক্ষাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার।
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আরব সাগরে রণতরী 'নিমিটজ'
এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। চলতি সপ্তাহে এই বিমানবাহী রণতরীর ভিয়েতনাম যাওয়ার কথা ছিল। তবে, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে পেন্টাগন এটিকে আরব সাগরে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।