ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলা: হাইফায় সাইরেন, তেল পরিশোধনাগার বন্ধ

তেল আবিব, ১৭ জুন: ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় সাইরেনের শব্দ শোনা গেছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।


হাইফায় হামলা ও হতাহতের খবর

ইরানের চলমান হামলায় ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে।

এদিকে, আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় গত চার দিনে ইসরায়েলের হামলায় (এখানে সম্ভবত 'ইসরায়েলের ওপর হামলা' বোঝানো হয়েছে, অর্থাৎ হাইফা আক্রান্ত হয়েছে) তিনজন নিহত হয়েছে এবং এখানকার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স